রাষ্ট্রীয়ভাবে ইন্টারনেটে পর্ণগ্রাফি বন্ধ করার সুফল
১.ইভটিজিং বন্ধ হবে ।২. নৈতিক অবক্ষয় রোধ হবে ।
৩. ছাত্রছাত্রীরা লেখাপড়ায় অধিক মনোযোগী হবে ।
৪. যৌন হয়রানী বন্ধ হবে ।
৫. মাদক সেবন কমবে ।
কিন্তু আসল কথা হল ইন্টারনেটে পর্ন সাইট বন্ধ হবে কিভাবে, অনলাইন সংবাদ পত্রের আড়ালে যেভাবে পর্ন নিউজ চলে ১০ টা বন্ধ করলে ১০০ টা চালু হবে। এটা একটা ভাইরাস যার কোন প্রতিষেধক নাই।
তার থেকে উত্তম উপায় শিক্ষায় পরিবর্তন আনতে হবে , বর্তমানের নীতি
নৈতিকতাহীন সেকুলার শিক্ষাব্যবস্থা দিয়ে এর চেয়ে ভালো কোন আউটপুট পাওয়া
যাবে না। গাছে রোগ হইছে বলে রোগা ডালটা কেটে ফেলতে হবে নাকি রোগের কারন
খুজে বের করে সেটা সারাবার চেষ্টা করাটা ভালো!!!
বিজ্ঞান শিক্ষা মানুষকে বিজ্ঞানী বানাতে পারে, কিন্তু মানুষ হতে জ্ঞ্যান দরকার, এখন শিক্ষা আছে জ্ঞ্যান নাই। তাই এই হাল।আসল কথা হল এই রোগের কোন প্রতিষেধক নাই। একমাত্র প্রতিরোধক হলো নৈতিক জ্ঞান।
বিজ্ঞান শিক্ষা মানুষকে বিজ্ঞানী বানাতে পারে, কিন্তু মানুষ হতে জ্ঞ্যান দরকার, এখন শিক্ষা আছে জ্ঞ্যান নাই। তাই এই হাল।আসল কথা হল এই রোগের কোন প্রতিষেধক নাই। একমাত্র প্রতিরোধক হলো নৈতিক জ্ঞান।
No comments:
Post a Comment