Saturday, January 16, 2016

রাব্বী ও বিকাশকে নির্যাতন মানবাধিকার লঙ্ঘন:মোঃ আশরাফুল আলম(সাগর)

ইন্টারন্যাশনাল হিউম্যানরাইটস এন্ড ক্রাইম রিপোটার্স সোসাইটির চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম (সাগর) বলেছেন  বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা রাব্বী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসির কর্মকর্তা বিকাশকে নির্যাতনে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।এছাড়া তিনি এই দুই কর্মকর্তার সাথে ক্ষমতার অপ-ব্যবহার করে অবৈধ ভাবে নির্যাতন করায় এই ঘটনার সাথে জড়িত পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহন করার কথা বলেন।  উল্লেখ্য, শুক্রবার রাতে দায়িত্ব পালনকালে যাত্রাবাড়ীর মিরহাজারীবাগ এলাকার খালপাড় মোড়ে ডিসিসির ওই কর্মকর্তাকে পেটায় পুলিশ। গুরুতর আহত অবস্থায় সিটি করপোরেশনের ওই কর্মকর্তাকে প্রথমে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে অবস্থার উন্নতি না হওয়ায় বিকালে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়।  নির্যাতনের এ ঘটনায় অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। এর আগে গত ৯ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের অভিযোগ ওঠে পুলিশের উপপরিদর্শক মাসুদ শিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

No comments:

Post a Comment