Sunday, January 17, 2016

পুলিশ বনাম মানবাধিকার লঙ্ঘন:মোঃ আশরাফুল আলম (সাগর)



মানবাধিকার লংঘনের অনেকটা  অভিযোগই পুলিশের বিরুদ্ধে। আর এসব ঘটনার তদন্ত ভার পুলিশের হাতে থাকায় ভুক্তভোগীরা ন্যায় বিচার পাচ্ছেন না বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল হিউম্যানরাইটস এন্ড ক্রাইম রিপোটার্স সোসাইটির চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম (সাগর)।পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ভূরি ভূরি অভিযোগ থাকলেও জনমনে আস্থা সৃষ্টি করে এমন প্রতিকার বা ন্যায়বিচারের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, তেমন দৃষ্টান্ত বিরল। গণমাধ্যমে কোনো ঘটনা নিয়ে হইচই হলে অভিযুক্ত পুলিশ সদস্যকে বড়জোর প্রত্যাহার করে নেওয়া হয়।এর থেকে বেশি কিছু করা হয় না।আসলে প্রত্যাহার মানে তাদেরকে অনেকটা সুকৌশলে বাঁচিয়ে নেওয়া।কিন্তু ঠিকি পরে তাঁদের আবার স্বাভাবিক নিয়মে বদলি করা হয়। লজ্জার বিষয় হলেও এটাই সত্য যে বিষয়টি এখন অনেকটা নোংরামিতে পরিণত হয়েছে।এটা নিন্দনীয় যে নির্যাতন বা ক্রসফায়ারে দেওয়ার বৈধতা দেওয়া হচ্ছে। অথচ  যন্ত্রণা ও অমানবিক আচরণ বাংলাদেশের সর্বচ্চো আইন সংবিধান নিষিদ্ধ করেছে।আমরা আশা করবো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদের এমন কার্যকলাপ পরিহার করে অচিরেই তাদের নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে নিজেরাই সচেষ্ট হবে।

No comments:

Post a Comment