Human Rights & Crime Control Affairs Mass Media Society (Gov.Reg.No.S-11137)
Sunday, January 17, 2016
এক নজরে আমাদের কার্যক্রম সমূহ :মোঃ আশরাফুল আলম (সাগর)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ইন্টারন্যাশনাল হিউম্যানরাইটস এন্ড ক্রাইম রিপিোর্টাস সোসাইটি (IHCRS) একটি মানবাধিকার ও অপরাধ দমন বিষয়ক গণমাধ্যম সংস্থা। সংস্থাটি সৃষ্ট কাল থেকে নিরলস প্রচেষ্টার মাধ্যমে মানবাধিকার নিশ্চিতকরন অভিপ্রায়ে মানব সেবায় ব্যাপক জনকল্যাণমূলক কাজ করে আসছে। এছাড়া বর্তমানে সংস্থাটি ছিন্নমূল পথ শিশু শিক্ষা ও বিনোদন প্রকল্প, শিশু শ্রম বন্ধ করে ভাতার ব্যবস্থা, বয়স্ক পূর্ণবাসন প্রতিষ্ঠা, সমাজের অসহায় প্রতিবন্ধী/অর্টিজমদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান বাস্তবায়ন প্রকল্পের মত ২০টি জনকল্যাণমূলক কাজ হাতে নিয়েছে।
নিম্নে আপনার সুবিধার্থে বর্তমানে মানবাধিকার বিষয়ে আমাদের বাস্তবায়িত ২০টি কার্যক্রম উল্লেখ করা হলোঃ-
১। নারী নির্যাতন, এসিড নিক্ষেপ, নারী ও শিশু পাচার রোধ করা।
২। অন্যায় ভাবে তালাক, যৌন হয়রানী (ইভটিজিং) রোধ করা।
৩। নারী-পুরুষদের সকল ক্ষেত্রে বৈষম্য দূর করা।
৪। নারীদের ক্ষেত্রে পৈত্রিক সম্পত্তি ন্যায্য হিস্যা আদায় করা।
৫। নারী ও শিশু অপহরণ, পুলিশি নির্যাতন রোধ করা।
৬। পতিতাদের পতিতা বৃত্তি হতে বের করে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা, এইডস প্রতিরোধে কার্যক্রম গ্রহণ করা।
৭। সমাজের অবহেলিত নারীদের প্রশিক্ষণের মাধ্যমে কাজে লাগানো।
৮। প্রতিবন্ধী ও অর্টিজম শিশুদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা।
৯। পুরুষদের প্রতি অবিচার রোধ করা।
১০। বিনা বিচারে আটকদের মুক্তির ব্যবস্থা করা।
১১। মাদকের তীব্র ছোবল থেকে রক্ষার্থে যুব সমাজকে যুব শক্তিকে পরিণত করার জন্য রাজস্বের বিনিময়ে জমি লিজ নিয়ে কর্ম ও বাসস্থানের ব্যবস্থা করা।
১২। অন্যায়, অপরাধ, প্রতারণা, ভেজাল ও অন্যায় ভাবে চাকুরীচ্যুতি রোধ করা।
১৩। ব্যক্তিগত ও পারিবারিক কাজের সালিশ ও আইনী সহায়তা করা।
১৪। জায়গা জমি সংক্রান্ত বিরোধ মীমাংসা করা।
১৫। প্রাকৃতিক দুর্যোগ, দূর্ভিক্ষ, মহামারী ও দূর্ঘটনায় পতিত জনগণকে ত্রাণ সামগ্রী বিতরণ করা।
১৬। সংখ্যালঘু সম্প্রদায় ও অবহেলিত ব্যক্তিবর্গকে সহায়তা দান করা।
১৭। বিদেশ পাঠানোর নামে প্রতারণা বন্ধ করা।
১৮। ছিন্নমূল শিশু ও কিশোরদের শিক্ষাকার্যক্রম ও পূর্ণবাসন, প্রতিষ্ঠা করা।
১৯। শারীরিক ও মানবিক অসমর্থ বয়স্ক ব্যক্তিদের জন্য বয়স্ক পূর্ণবাসন প্রতিষ্ঠা করা।
২০। দালালদের খপ্পরে পড়ে বিদেশে মানবেতর জীবন যাপন সহ মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনা পর্যাবেক্ষণ, প্রতিবাদ ও প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা।
তাই মানবতার সেবায় অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের সাহায্যার্থে আমাদের এই ব্যাপক কর্মকান্ড পরিচালনার নিন্মিত্তে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে মানব সেবার মত মহৎ উদ্দেশ্যে এগিয়ে আসার জন্য বিশেষ আহবান জানানো যাচ্ছে। আমরা একটা কথায় বিশ্বাসী ‘‘মানুষের বিবেক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত’’ তাই মানবতার সেবার মত এই মহান উদ্দেশ্য কেন্দ্রীক সাহায্যার্থে আপনাকে নির্বাহী পরিষদ কর্তৃক সংস্থাটি বিশেষ সম্মানিত হিসেবে প্রস্তাবায়তির মাধ্যমে ‘‘মানুষ মানুষের জন্য প্রাধান্য’’ দিচ্ছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment