Thursday, December 31, 2015

মানবাধিকার কর্মী হতে চাই/মানুষের জন্য কাজ করতে চাই

ফেসবুকে অনেকেই আছেন যারা মানবাধিকার কর্মী ।
কেউ কি বলবেন মানবাধিকার কর্মী হতে চাইলে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন । কি কি লাগবে এবং কি করতে হবে । কোন সংগঠনের সাথে জড়িত হতে হবে কি না?
সংগঠনের সদস্য হতে হলে কোন কোন সংগঠন এবং নাম ঠিকানা যদি কেউ দেন ।
হ্যাঁ মানবাধিকার কর্মী হতে হলে যে কোন নির্দিষ্ট পড়া শুনা করতে হবে তা না । তবে যে কোন বিষয়ে ভাল জ্ঞান কোন কাজ ভাল ভাবে করতে সাহায্য করে। আপনি দেশের ভাল ও নাম করা কোন মানবাধিকার সংগঠনের সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারেন। আপনি আমাদের সংস্থায় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট্স অ্যান্ড ক্রাইম রিপোর্টার্স সোসাইটিতে শর্ত সাপেক্ষে (দেশ বা বিদেশে যেখানের বাসিন্দা হন না কেন) সদস্য অন্তর্ভুক্ত হয়েও কাজ করতে পারেন। এছাড়া থানা ও জেলা পর্যায়ে কমিটির জন্য যোগাযোগ করুন । ০১৫৩৪৭১৪৭৩৩।ফেসবুক লিঙ্ক দেওয়া হলঃ https://www.facebook.com/International-Human-Rights-And-Crime-Reporters-Society-261048600745286/?fref=nf         web:http://ihcrshumanrights.blogspot.com/

আইন ও মানবাধিকার প্রত্যেক মানুষের জীবনে গুরুত্বপূর্ণ বিষয়ঃমোঃ আশরাফুল আলম(সাগর)।


সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী- এটা বাংলাদেশের সংবিধানের ২৭ নং অনুচ্ছেদের ঘোষণা। সাধারণ মানুষ সংবিধানে স্বীকৃত মৌলিক মানবাধিকার থেকে যেন বঞ্চিত না হয় এবং আইন ও মানবাধিকারের বিভিন্ন বিষয়সমূহ জনসাধারণের নিকট যেন সহজেই বোধগম্য হয়।

Wednesday, December 30, 2015

আপনি আপনার মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার চাওয়ার ক্ষেত্রে কতটুকু সচেতন?:মোঃ আশরাফুল আলম (সাগর)


বাংলাদেশে বিভিন্ন সময় মানবাধিকার লঙ্ঘনের অনেক গুরুতর অভিযোগ শোনা যায়। কিন্তু সাধারণ মানুষ তাদের অধিকার সম্পর্কে কতটা জানেন? এবং অধিকার লঙ্ঘিত হলে তার প্রতিকার চাওয়ার ক্ষেত্রে তারা কতটা সচেতন?মানবাধিকার শব্দটি বাংলাদেশে কমবেশি অনেকের কাছেই পরিচিত। তবে মানবাধিকার বলতে কি বোঝায় সেটি ধারণাটি মূলত দেশের শিক্ষিত জনগোষ্ঠির মধ্যেই সীমাবদ্ধ।অনেকে মনে করেন মানুষ হিসেবে তার যে সেবা পাবার অধিকার আছে সেটাই মানবাধিকার।আবার অনেকে বলছেন রাষ্ট্রের কাছ থেকে তার প্রাপ্য অধিকারকেই তারা মানবাধিকার মনে করেন।কিন্তু পুরোপুরি বিপরীত চিত্র দেখা গেছে খেটে খাওয়া মানুষের মাঝে, যাদের কেউ রিকশাচালক, কেউ বা নির্মাণ-শ্রমিক আবার কেউ রাস্তার ধারের দোকানী তারা বললেন মানবাধিকার সম্পর্কে তাদের কোন ধারণা নেই। 


Monday, December 28, 2015

রাষ্ট্রের তিন ধরনের দায়িত্ব রয়েছে-মানবাধিকারকে সম্মান করা/রক্ষা করা/পূরণ করা:মোঃ আশরাফুল আলম(সাগর)।


মানবাধিকার লঙ্ঘনের ফলে অনেকে হয়রানির শিকার হচ্ছেন, প্রতারিত হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন।অথচ মানবাধিকার রক্ষার ক্ষেত্রে প্র্রতিটি রাষ্ট্রের তিন ধরনের দায়িত্ব রয়েছে ১। মানবাধিকারকে সম্মান করা, ২। মানবাধিকারকে রক্ষা করা এবং ৩। মানবাধিকারকে পূরণ করা । কিন্তু আজ মানবাধিকার পৃথিবীর দুষ্ট রাজনৈতিক দুষ্টু চক্রে আটকা পড়েছে। মানবাধিকার এখন সুবিধাবাদীদের কাছে একটি


Sunday, December 27, 2015

যৌন নিপীড়ন নিয়ে দুটি কথাঃমোঃ আশরাফুল আলম(সাগর)।

ইন্টারন্যাশনাল হিউম্যানরাইটস এন্ড ক্রাইম রিপোটার্স সোসাইটির চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম (সাগর) বলেন এখানেই সমস্যা" যৌন নিপীড়ন বলতে আইনে কী আছে তা জানেন না অনেকেই৷ তারা মনে করেন নারী ধর্ষিত না হলে যৌন নিপীড়ন হয় না৷” তিনি বলেন, ‘‘২০০৩ সালের আইনে উল্লেখ করা আছে কোন অসত্‍ উদ্দেশ্যে নারীর যে-কোনো অঙ্গ স্পর্শ করাই যৌন নিপীড়ন৷
এমনকি নারীর পোশাক ধরে টান দেয়া, ধাক্কা দেয়া এগুলোও যৌন নিপীড়ন৷

মানবাধিকার সংস্থায় কী ধরনের অভিযোগ করা যাবেঃমোঃ আশরাফুল আলম(সাগর)।


মানবাধিকার লঙ্ঘনের বিষয়টা বোঝার পর নিশ্চয়ই এখন মনে হচ্ছে মানবাধিকার সংস্থায় আমরা কী ধরণের অভিযোগ করতে পারি সেটা জানা দরকার। বাংলাদেশের সংবিধানে প্রতিটি নাগরিকের জীবন, অধিকার, সমতা ও মর্যাদা নিশ্চিত করা হয়েছে। তাই আপনার জীবন, অধিকার, সমতা ও মর্যাদাহানির কোনো ঘটনা ঘটলে অথবা অন্যের এ ধরনের অধিকার লঙ্ঘিত হলে তার প্রতিকারে আপনি মানবাধিকার সংস্থায় অভিযোগ জানাতে পারেন। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে তবেই শুধু আপনি অভিযোগ করতে পারবেন তা নয়, যদি 

কোন পণ্য কিনে ঠকলে আপনার অধিকার / করনীয় কি ?মোঃআশরাফুল আলম (সাগর)

অনেকে হয়ত জানে না পণ্য কিনে ঠকলে বা কোনো প্রতারণার সম্মুখীন হলে তা প্রতিরোধ বা প্রতিবাদ জানানোর অধিকার তার রয়েছে। ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধের দণ্ডের বিধান রেখে ২০০৯ সালে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’ প্রণীত হয়েছে। যেসব অপরাধে জরিমানা করা হয় সেগুলোর মধ্য রয়েছেঃ-
১)মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের খুচরা বিক্রিমূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ইত্যাদি লেখা না থাকা, পণ্য ও সেবামূল্যের তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের অধিক মূল্য দাবি করা।

Saturday, December 26, 2015

Activities of our organization : Md.Ashraful Alam Shagor

International Human Rights & Crime Reporters Society (IHCRS) is approved by the Government of the People's Republic of Bangladesh.The society from its inception has been working to ensure human sights in giving services to the people on wide range of welfare oriented activities.Besides this the Society at present child education for the derelict child and recreation project,stopping the child labour to arrange allowances for them,establishment of old aged rehabilitation centers,J-1as taken 20 welfare oriented projects for arrangement of employment for the helpless handicapped/autism of the society through imparting training.
OUR OBJECTIVES
* Torture of women/ throwing acid/ prevention trafficking of women and child.

কারা এবং কেন সহিংসতা করছে?:মোঃ আশরাফুল আলম(সাগর)





বিশ্বজুড়ে হরতাল-বনধ একটি শান্তিপূর্ণ আন্দোলনের ভাষা হলেও বর্তমান সময়ে বাংলাদেশে এটা একটি উদ্বেগ, আতঙ্ক আর পেট্রোল বোমায় ঝলসানোর প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছে। সংবিধান, উচ্চ আদালত এবং আইনের বিভিন্ন ধারা দেখিয়ে ‘মৌলিক অধিকার’ নাম দিয়ে হরতালের ডাক দেওয়া হয়।
‘হরতাল মৌলিক অধিকার। এ অধিকার পালনে কোনো অবস্থাতে অন্য কারো মৌলিক অধিকার খর্ব করতে পারে না। আন্তর্জাতিক ঘোষণাগুলোতে যে সকল মৌলিক অধিকার আছে তা পালন করতে হবে আইনানুগ ও শান্তিপূর্ণভাবে’।‘


Thursday, December 24, 2015

শিক্ষার বাণিজ্যিকতা নয়, চাই প্রকৃত গুণগত উন্নয়ন সু-শিক্ষা : মাইটিভির সংবাদের (ভিডিওসহ)


বাণিজ্যের মনোভাব পরিহার করে সেবার মনোভাব নিয়ে শিক্ষাদানে বেসরকারি উদ্যোক্তাদের আহ্বান জানিয়ে ’জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ০৪/০৪/২০১৫ ইং শনিবার বিকেলে ‘‘শিক্ষার বাণিজ্যিকতা নয়, চাই প্রকৃত গুণগত উন্নয়ন সু-শিক্ষা’ শীর্ষক এক


Wednesday, December 23, 2015

"খাদ্য ভেজাল ও ফরমালিন মুক্ত সচেতনতায় বাঁচবে জাতি বাঁচবে দেশ" : মোঃ আশরাফুল আলম সাগর (ভিডিও সহ)

 
ইন্টারন্যাশনাল হিউম্যানরাইটস অ্যান্ড ক্রাইম রিপোর্টাস সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আশরাফুল আলম সাগর বলেছেন,দেশের মানুষ যে ধরনের খাবার খায়,তার মধ্যে সম্ববত এমন একটিরও নাম বলা যাবেনা যেটি ভেজাল বা বিষ মুক্ত।২১/১১/২০১৫ তারিখ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শনিবার সকালে "খাদ্য ভেজাল ও ফরমালিন মুক্ত সচেতনতায়

আমাদের খাদ্য চক্রের মধ্যে প্রতিনিয়ত বিষ ঢুকিয়ে দেয়া হচ্ছে-আশরাফুল আলম সাগর



ইন্টারন্যাশনাল হিউম্যানরাইটস অ্যান্ড ক্রাইম রিপোর্টাস সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আশরাফুল আলম সাগর বলেছেন,দেশের মানুষ যে ধরনের খাবার খায়,তার মধ্যে সম্ববত এমন একটিরও নাম বলা যাবেনা যেটি ভেজাল বা বিষ মুক্ত।মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে  “খাদ্য ভেজাল ও ফরমালিন মুক্ত সচেতনতায় বাঁচবে জাতি বাঁচবে দেশ” শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক প্রচার অভিযানের উদ্ভধনি অনুষ্ঠানে তিনি একথা বলেন।