বাণিজ্যের মনোভাব পরিহার করে সেবার মনোভাব নিয়ে শিক্ষাদানে বেসরকারি উদ্যোক্তাদের আহ্বান জানিয়ে ’জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ০৪/০৪/২০১৫ ইং শনিবার বিকেলে ‘‘শিক্ষার বাণিজ্যিকতা নয়, চাই প্রকৃত গুণগত উন্নয়ন সু-শিক্ষা’ শীর্ষক এক
আলোচনা সভায় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট্স অ্যান্ড ক্রাইম রিপোর্টার্স সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আশরাফুল আলম সাগর এ কথা বলেন | উক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।আয়োজক সংগঠনের চেয়ারম্যান আশরাফুল আলম সাগরের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য আবুল হাসান মুহাম্মদ সাদেক,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব নজরুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অশোক কুমার বিশ্বাস, ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক ড. আসফাকুস সালেহীন, প্রমুখ।তার কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনাদের উদ্দেশে দেওয়া হয়েছে |
No comments:
Post a Comment