Sunday, December 27, 2015

মানবাধিকার সংস্থায় কী ধরনের অভিযোগ করা যাবেঃমোঃ আশরাফুল আলম(সাগর)।


মানবাধিকার লঙ্ঘনের বিষয়টা বোঝার পর নিশ্চয়ই এখন মনে হচ্ছে মানবাধিকার সংস্থায় আমরা কী ধরণের অভিযোগ করতে পারি সেটা জানা দরকার। বাংলাদেশের সংবিধানে প্রতিটি নাগরিকের জীবন, অধিকার, সমতা ও মর্যাদা নিশ্চিত করা হয়েছে। তাই আপনার জীবন, অধিকার, সমতা ও মর্যাদাহানির কোনো ঘটনা ঘটলে অথবা অন্যের এ ধরনের অধিকার লঙ্ঘিত হলে তার প্রতিকারে আপনি মানবাধিকার সংস্থায় অভিযোগ জানাতে পারেন। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে তবেই শুধু আপনি অভিযোগ করতে পারবেন তা নয়, যদি 


আপনি মনে করেন যে, আপনার বা অন্য কারো মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা তৈরি হয়েছে তাহলেও আপনি মানবাধিকার সংস্থায় অভিযোগ করতে পারবেন। মনে করুন, আপনার এলাকায় কোন লোকদের ওপর কিছু লোক হামলা চালিয়ে তাদের ঘরবাড়ি ভাঙচুর করল,তাদের মেরে ফেলার হুমকি দিল। তারা থানায় মামলা করতে গেল। কিন্তু পুলিশ মামলা না নিয়ে জিডি করে রাখল, আর কিছুই হলো না। এটা তাদের জীবন, অধিকার ও মর্যাদার লঙ্ঘন এবং এখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করল না। তাই এটি একটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। এক্ষেত্রে ভুক্তভোগী ব্যক্তিরা বা তাদের পক্ষেআপনি বা অন্য যে কেউ মানবাধিকার সংস্থায় অভিযোগ দায়ের করতে পারেন।

No comments:

Post a Comment